Tuesday, December 6, 2011

মা তোমাকে ভালবাসি

এই ওঠ, অনেক বেলা হয়ে গেছে
কি হল কলেজে যাবি না?
নাস্তা খেয়ে যাবি না?
বাবা, কখনও খারাপ কাজ করবি না।
কখন বাসায় আসবি সোনা আমার?
শরীর খারাপ লাগছে বাবা?
বাবা তোর মন খারাপ?
এই তো আমার বাবাটা অনেক ভাল।

এই কথাগুলো এখন আর কেউ বলে না,
তুমি কি জানো আমি এখন বড্ড একা।
আমাকে কেউ আর ঘুম থেকে ডাকে না,
বলে না কলেজ যাব কিনা।
কেউ খোজ নেয়না কেমন আছি আমি,
কোথায় আছি বা কি করছি।

তুমি কি মা আমাকে এখন ও দেখ
ঐ আকাশ থেকে তারা হয়ে?
তুমি কি দেখ আমি কি করি
কোথায় যাই, কেমন থাকি?
কেন তুমি আমার কাছে আসনা,
আগের মত আমাকে ভালবাসনা।

তুমি তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে,
বললে না তো যে বাবা আমি যাচ্ছি।
বলে তো গেলেনা যে আমি কিভাবে থাকবো
কি করে চলব, কার কাছে সব কিছু বলব।
কেন তুমি আমার সাথে দেখা না করে চলে গেলে
কেন তুমি লুকিয়ে লুকিয়ে চলে গেলে?

মা তোমাকে অনেক ভালবাসি
তোমাকে আমি আজীবন ভালবেসে যাবো।
তুমি ভাল থেকো মা
অনেক অনেক অনেক ভাল।

উত্তর খুজে পাই না


১৯৭১ এর অনেক বছর পর আমার জন্ম
তাই  মুক্তিযুদ্ধ দেখার ভাগ্য আমার হয়নি।
আমি দেখিনি ৫২ এর ভাষা আন্দোলন,
৬৬ এর ছয় দফা কিংবা ৬৯ এ গন অভ্যুত্থান। 
দেখা হয়নি ২৫ মার্চ এর বর্বরতা,
১৪ ই ডিসেম্বরের বুদ্ধিজীবি নিধন 
এবং ১৬ ই ডিসেম্বরের বিজয় উল্লাস।
আরো অনেক কিছু দেখা হয়নি। 
দেখতে দেখতে ৪০ বছর কেটে গেল,
আজ আমরা স্বাধীন দেশ এর নাগরিক।


কিন্তু এ কোন স্বাধীন দেশে আমরা বাস করি?
যেখানে মানুষের জীবনের কোন মূল্য নেই
যেখানে সন্ত্রাসীর হাতে খুন হয় মুক্তিযোদ্ধা।
যেখানে বিচার হয়না রাজাকারের 
চলে তাদের পক্ষে সাফাই।
য়েখানে বোনের কোন নিরাপত্তা নেই 
নেই কোন কাজের পরিবেশ।
সেটা কি আসলে স্বাধীনতা?


স্বাধীনতা মানে কি ইতিহাস বিকৃতি?
স্বাধীনতা মানে কি দুই দলের দুই নেতা নীতি?
স্বাধীনতা মানে কি ক্ষমতার রাজনীতি?
স্বাধীনতা মানে কি খুনাখুনি, হানাহানি
জ্বালাও পোড়াও করে সম্পদ নষ্ট?
স্বাধীনতা মানে কি জনগনকে কষ্ট দিয়ে
নিজ নিজ স্বার্থ হাসিল করা? 
স্বাধীনতা মানে কি বীর মুক্তিযোদ্ধার
পেটের তাড়নায় রিকশা চালনা? 
স্বাধীনতা মানে আসলে কি?
আমি আজও এর উত্তর খুজে পাই না।



Sunday, July 24, 2011

যাত্রা শুরু হল

আমি আজ থেকে আমার ব্লগ এ লেখা শুরু করলাম। চেষ্টা করব প্রতিদিন লেখার জন্য। আশা করি সবার সহযোগিতা পাব। ধন্যবাদ